English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৮

ঢাকা-দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান ট্রেনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান ট্রেনের উদ্বোধন

যাত্রীসেবার মানন্নোয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-দিনাজপুর-ঢাকা রুটে একতা ও দ্রুতযান ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে, আরো ইঞ্জিন এবং কোচ আনার ব্যবস্থা করা হচ্ছে। সারাদেশের রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।   তিনি আরো বলেন, বর্তমানে রেলওয়েতে ৪৬টি প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়েতে অভাবনীয় উন্নতি হবে।    মজিবুল বলেন, বাংলাদেশের মানুষ রেলের মাধ্যমে আরো উন্নত সেবা পাবে। বিজয়ের মাসে ট্রেন দুটি সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য উপহার বলে মন্ত্রী উল্লেখ করেন।

‌সি‌ডিউল অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থে‌কে একতা এক্স‌প্রেস দিনাজপু‌রের উদ্দেশে ছে‌ড়ে যা‌বে। আর রাত ৮টায় ছাড়‌বে দ্রুতযান।

অপরদি‌কে, দিনাজপুর থে‌কে সকাল ৭টা ৪০ মি‌নি‌টে একতা এক্স‌প্রেস ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। আর দ্রুতযান ছাড়বে রাত ১০টায়।

ইন্দোনেশিয়া থে‌কে আমদা‌নি করা ১৫০টি কো‌চের অংশ এই দু’‌টি ট্রে‌নে যুক্ত করা হ‌য়ে‌ছে। নতুন কোচ যুক্ত হওয়ায় ট্রে‌নের গ‌তি বাড়ার পাশাপাশি সেবার মানও বাড়‌বে বলে প্রত্যাশা করছে রেল কর্তৃপ‌ক্ষ।

সুলভে ভাড়া ২৩৫ টাকা, শোভনে ৩৯০ টাকা, প্রথম চেয়ার সিট ৬২০ টাকা, প্রথম বার্থ ৯৩০ টাকা, এ‌সি সিট ১ হাজার ৭০ টাকা আর এ‌সি বার্থ ১ হাজার ৬৯৯ টাকা।

প্রতি ট্রেনে মোট এক হাজার যাত্রী বহন করা যা‌বে। এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফিরোজ সালাউদ্দিন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।