English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ০২:২৫

টিআইবির দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ

নিজস্ব প্রতিবেদক
টিআইবির দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও  সমাপনী অনুষ্ঠান আজ। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারের মেঘমালা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান শুরু হবে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগান নিয়ে সামনে রেখে প্রতিবছরের ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। এবারে দিবসটির মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি সকলের দায়িত্বশীল ভূমিকা পালন সম্পর্কে অংশীজনকে সচেতন ও উৎসাহিত করা।

এছাড়াও দিবসটি উপলক্ষে দেশের ৪৫টি এলাকায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস সদস্যদের সহযোগিতায় মানববন্ধন, র‌্যালি, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, তথ্য ও পরামর্শ ডেস্ক, তথ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী ভিডিও নাটক এবং শপথ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।