English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩৯

বই উৎসব ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
বই উৎসব ১ জানুয়ারি

আগামী ১ জানুয়ারি সারাদেশে এক যুগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস' পালন করবে সরকার। ওই দিন ২০১৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেন্দ্রীয়ভাবে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব পালিত হবে।

এবার পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রাথমিকের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান শিক্ষা মন্ত্রাণলয়ের সঙ্গে একই ভেন্যুতে হবে না। ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ উৎসব করবে তারা।