English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১১:০১

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় বিউগলের করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় এক মিনিটি নীরবতা পালন করেন। তাদের সঙ্গে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।   প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়ে যাওয়ার পরপরই শ্রদ্ধা জানাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানাচ্ছেন হারানো স্বজনদের প্রতি।