English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ২৩:১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভারত যাচ্ছে প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভারত যাচ্ছে প্রতিনিধিদল

ভারত সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) ভারতে যাচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে দলটি ভারতে যাবে বলে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা দেশে ফিরবেন ১৮ ডিসেম্বর।

সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হিসেবে থাকবেন ৩০ জন মুক্তিযোদ্ধা, ছয়জন সামরিক কর্মকর্তা, তাদের স্ত্রী-সহযোগী, তিনজন সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কূটনৈতিক, আমলা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল ফোর্ট উইলিয়ামসে বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ নেবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, সফরে দলটি শান্তিনিকেতন পরিদর্শন করবে।

এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকেও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৯৬৫ সাল ও ১৯৭১ সালের যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিআরসি, পিভিএসএম, ভিএসএম জি এস সিহোতা। তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ওয়ার কোরস ফাউন্ডেশন এবং ঢাকা ক্লাবে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

২০০৫ সাল থেকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধাদের মধ্যে পারস্পরিক এই সফর বিনিময় শুরু হয়।