English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৫

বিছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
বিছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিকে বিছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেয়া হবে না। এটি সভ্যতাবিনাশী প্রবণতা। যা নির্মূলের আগে এর কারণ ও উৎস খুঁজে বের করতে হবে। প্রতিকারের উপায় নিরূপন করতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।    প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের সরকার সন্ত্রাস-জঙ্গি দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে সক্ষম হয়েছে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও জঙ্গি দমনে সদা প্রস্তুত।   তার সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রবৃদ্ধি ৭.১১ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। অপরদিকে আমাদের মূল্যস্ফীতি ৫.৩ ভাগে নেমে এসেছে। দারিদ্র্যের হার আমরা ২২ ভাগে নামিয়ে এনেছি। হত দারিদ্র্যের হার এখন ১২ ভাগের নিচে। ২০২১ সালের মধ্যে সকল হার আমরা আরো ইতিবাচক পর্যায়ে নিয়ে যাব।