English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৪

চট্টগ্রামে আল্লামা তাহের শাহ’র নেতৃত্বে জশনে জুলুস শুরু

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আল্লামা তাহের শাহ’র নেতৃত্বে জশনে জুলুস শুরু

১২ই রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়েছে।এর নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের ষোলশহরের আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়। 

জুলুসে আল্লামা তাহের শাহ’র সঙ্গে গাড়িতে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও আল্লামা তাহের শাহ’র দুই ছেলে কাশেম শাহ ও হামিদ শাহও রয়েছেন তার সঙ্গে। 

এর আগে সকাল থেকে চট্টগ্রাম ও আশপাশের জেলার হাজার হাজার মানুষ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে করে জুলুসে যোগ দেন।  দেশের বিভিন্ন প্রান্ত আসা লাখ লাখ সুন্নি জনতাও জুলুসে অংশ নিয়েছেন।  

জুলুসে অংশ নেয়া এক ব্যক্তি বলেন, বিগত ১৫ বছর ধরে ঈদে মিলাদুন্নবীর এ জুলুসে অংশ নিচ্ছি। সব ধরনের কাজ বাদ দিয়ে প্রতিবছর এ দিনটির জন্য আমি প্রস্তুত থাকি। শত ব্যস্ততা মধ্যেও জুলুসের এ আনন্দ উৎসবে যোগ দিয়ে থাকি। আগামীতেও মহানবীর এ জন্মোৎসবে যোগ দিতে পারবো বলে আশা রাখি।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তারা জানান, সকাল ৯টা ৫০ মিনিটে আল্লামা তাহের শাহ’র নেতৃত্বে জুলুস শুরু হয়েছে। বিবিরহাট মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, সিরাজুদৌলা রোড হয়ে আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, গণিবেকারি প্রদক্ষিণ করে পুনরায় চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ, আলোচনা সভা ও জোহরের নামাজের পর মোনাজাত শেষে জুলুসের সমাপ্তি ঘটবে।