English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ১৪:১৬

‘প্রতিরক্ষা প্রধানের পদে ৪ বছরের বেশি থাকা যাবে না’

নিজস্ব প্রতিবেদক
‘প্রতিরক্ষা প্রধানের পদে ৪ বছরের বেশি থাকা যাবে না’

প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মেয়াদ সর্বোচ্চ ৪ বছরের বিধান রেখে ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ, অবসর ও বেতন-ভাতাদি আইন-২০১৬’ এর অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

আজ সোমবার (১২ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  সাংবাদিকদের জানান, নতুন এই আইন অনুসারে তিন বাহিনীর প্রধানের পদে ৪ বছরের বেশি কেউ থাকতে পারবেন না।