English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ২২:০৬

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরিক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ৬টা ২০ মিনিটে এসে পৌঁছান বলে বাসসকে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি হামিদ।