English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩২

টেকনাফে রোহিঙ্গাবাহী ১৩ নৌকা ফেরত

অনলাইন ডেস্ক
টেকনাফে রোহিঙ্গাবাহী ১৩ নৌকা ফেরত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে গত ১২ ঘন্টায় রোহিঙ্গাবোঝাই ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত আটটা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠানো হয়েছে। 

বিজিবি জানায়, কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ও আলীখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ-চেষ্টায় থাকা প্রতিটি নৌকায় শিশু-নারী-পুরুষসহ অন্তত ২০ জন করে রোহিঙ্গা ছিলেন। টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির বাধার মুখে রোহিঙ্গাবোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান। এরপর সহিংসতায় ৮৬ জনের মৃত‌্যুর খবর স্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নিহতদের মধ‌্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলে দাবি করছে তারা। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহতের সংখ‌্যা আরও বেশি হতে পারে।

সেনা অভিযানে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং বেসামরিকদের হত‌্যার অভিযোগ করেছে সংগঠনগুলো, যদিও মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার তা অস্বীকার করেছে। এ ঘটনার পর থেকে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও তাদের দৃষ্টি এড়িয়ে অনেক রোহিঙ্গা ইতিমধ্যে এদেশে আশ্রয় নিয়েছে।