English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১১:৩০

রাজশাহীতে চলছে আর্ধদিবস হরতাল

অনলাইন ডেস্ক
রাজশাহীতে চলছে আর্ধদিবস হরতাল

রাজশাহীতে হরতাল চলছে ফাইল ছবি

  কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই রাজশাহী নগরীতে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল। বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বানে পালিত হচ্ছে এ হরতাল। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ হরতাল। চলবে দুপুর ১২টা পর্যন্ত। 

সকালের দিকে হরতালে নগরীর অধিকাংশ দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। স্বাভাবিক রয়েছে সবধরনের হাল্কা যানবাহন চলাচল। নগরীর নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন-শৃংখলা বাহিনী। সকাল ১০টা পর্যন্ত এনিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ৬ ডিসেম্বর হরতালের ডাক দেয় সংগঠনটি। পরে আরো ৮টি নাগরিক ও সামাজিক সংগঠন এসে সমর্থন দেয়।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাড. এনামুল হক বলেন, নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। এটি অস্বাভাবিক এবং তা প্রত্যাহারে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কিন্তু নগরবাসীর কাছ থেকে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় সিটি করপোরেশন। ফলে বাধ্য হয়ে হরতালসহ কঠোর আন্দোলনে নেমেছেন তারা।

তিনি আরো বলেন, আমরা আদালতেরও শরণাপন্ন হয়েছি। এরইমধ্যে হাইকোর্ট বর্ধিত হোল্ডিং ট্যাক্স ‘কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে সিটি করপোরেশনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন, যা আন্দোলনের শক্তি বাড়িয়েছে। 

এনামুল হক বলেন, হরতালের সমর্থনে শনিবার নগরীর মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করা হয়েছে। নগরীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ হরতালে সমর্থন জানিয়েছে। হরতালের আওতামুক্ত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি ও ওষুধের দোকান। নগরবাসীকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানান তিনি।