English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১১:২৮

শ্রীপুরে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

অনলাইন ডেস্ক
শ্রীপুরে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। আজ শনিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে উপজেলার আশপাড়া মোড় এলাকায় হাজি মো. এমদাদ হোসেনের মালিকানাধীন একটি আধাপাকা মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে একটি মুদি দোকান, একটি স্টুডিও, একটি ফার্মেসি ও একটি মোবাইলের দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে ওই চার দোকান মালিকের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।