English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১১:০০

আজ ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আজ ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সম্মেলন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যখন অভিবাসন সংঙ্কট নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে ঠিক সেই সময়েই আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর তিন দিনব্যাপী নবম সম্মেলন।

বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি গ্রেগরি মানিয়াতিস, ইউএন উইমেনের উপ-নির্বাহী পরিচালখ লক্ষী পুরি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২ ডিসেম্বর অধিবেশনের সমাপনী বক্তব্য দেবেন।   জিএফএমডি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এই সম্মেলনের আয়োজক। বিশ্বের ১২০টির বেশি দেশ, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও দেশি-বিদেশি বেসরকারি সংস্থার সাত শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০১৫ সালে তুরস্ক বাংলাদেশের কাছে চেয়ারম্যান পদ হস্তান্তর করে। আগামী ১২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে চেয়ারের দায়িত্ব জার্মানির হাতে তুলে দেবে বাংলাদেশ।   এবারের সম্মেলনে ১৫টি দেশের মন্ত্রীরা অংশ নেবেন।