English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ২১:২৪

দ্বীপ উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান

নিজস্ব প্রতিবেদক
দ্বীপ উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান

“দীপাঞ্চলের অবহেলিত ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলোর বিস্তার ঘটাতে হবে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজে সার্বিক সহযোগিতা করতে হবে। অবহেলিত দ্বীপগুলোর উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কাজে সহযোগিতা করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।”

শুক্রবার (৯ডিসেম্বর) দুপুরে উপকূলীয় জেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে বশারতউল্লাহ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ সচীব নাজিমউদ্দিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস আলতাফ হোসেন চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাবেক সচিব আ. মহিত চৌধুরী, ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন, শাহ মোহাম্মদ ফরিদ, মাহাবউদ্দিন বীর বিক্রম প্রমুখ।