English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৫

প্রধানমন্ত্রীর ভারত সফর পেছালো

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ভারত সফর পেছালো

অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভারত সফর পেছানো হয়েছে।চলতি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাবার কথা ছিলো বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।  

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শেষ মুহুর্তের কিছু পরিবর্তনের জন্য এই সফর পিছিয়ে দেয়া হয়েছে। তবে সূত্র সফর পেছানোর কারণ ব্যাখ্যা করেনি। 

সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফলে তিস্তা চুক্তি ব্যাপারে আশাবাদি বাংলাদেশ। 

উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত যাওয়ার কথা ছিল।