English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

চট্টগ্রামে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী এলাকার কর্নেলহাটের মুকিম তালুকদার পাড়ায় অভিযান চলিয়ে ৩ জনকে আটক করেছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে এই অভিযান শুরু হয়। র‌্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন জানান, জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে আটক করা হয়েছে। আস্তানা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের আটকের মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে। এখন পুরো আস্তানা তল্লাশি চালিয়ে দেখা হবে। ওই এলাকা ঘীরে রেখেছে র‌্যাব।

এর আগে বুধবার দিবাগত রাতে নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এ জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব।