English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ২১:৫১

শাকিলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
শাকিলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার বেলা আড়াইটায় ময়মনসিংহ শহরের বাঘমারা নিজ বাসায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ সত্তরোর্ধ পিতা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা ও মা নুরুন্নাহার খানসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

পরে বেলা পৌনে চারটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বাদ মাগরিব কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, নাজিম উদ্দিন এমপি, এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, আনোয়ারুল আবেদিন খান তুহীন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আ’লীগের কেন্দ্রীয় নেতা অসিম কুমার উকিল, সাইফুজ্জামান শেখরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শরিক হন।