English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১২:৫০

‘দেশে ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক
‘দেশে ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন’

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক। এজন্য আমরা লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে চাই। 

‘অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। গত ৭ বছরে আমরা ১৫ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন, আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে। নেপাল, ভুটানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সেখানে আমরা উৎপাদন করবো, বিক্রি করবো। বিদ্যুৎ নিয়ে আসবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। মূল প্রকল্প পাশ হয়ে গেছে। 

এছাড়া আমরা সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস উৎপাদনে পদক্ষেপ নিয়েছি। এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৭৮% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। নতুন ১ কোটি ১৪ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। সব মিলিয়ে ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, সেই সাথে আমরা ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করছি। আমরা এদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার পরিকল্পনা করেছি। আর ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।