English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১১:৪১

শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

অনলাইন ডেস্ক
শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন।

ঢামেকে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। সন্ধ্যায় ময়মনসিংহে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানে সামদাদো রেস্টুরেন্টে মৃত্যুবরণ করেন শাকিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন তিনি।

এই ঘটনায় গুলশান থানার পুলিশ রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।