English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১০:০৮

শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঢাকা: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরিগুলো সচল থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। কুয়াশা কমলে ফেরি চালু করে দেবো।  মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফেরি বন্ধ থাকলে গাড়ির কিছুটা চাপ থাকে। ফেরি সচল হলে এক ঘণ্টার মধ্যেই সব ঠিক হয়ে যায়।   অপর দিকে ঘনকুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেন উভয় ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ম্যানেজার খোরশেদ আলম জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাট পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে। 

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ম্যানেজার সালাউদ্দিন জানান, দৌলতদিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে নোঙর করে রয়েছে ৫টি ফেরি। এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়েছে ৬টি ফেরি। নৌরুট পারের অপেক্ষায় ঘাটের পাটুরিয়া প্রান্তে শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।