English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ২০:১২

বিশেষ সহকারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
বিশেষ সহকারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মিডিয়া শাখার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মাহবুবুল হক শাকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে দুপুরে রাজধানীর গুলশান-২ এ জাপানি রেস্তোরাঁ সামদাদোতে মধ্যাহ্নভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে।

এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শাকিল ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। মাহবুবুল হক শাকিল তার স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন।