English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১৬:১৭

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অতিরিক্ত সচিব মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। 

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। 

রাজনৈতিক জীবনে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কবিতাসহ সাহিত্যের বিভিন্ন শাখার বিচরণ ছিল শাকিলের। সংসার জীবনে আইনজীবী স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে তাঁর।