English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ০২:৩২

একনেকে অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প

অনলাইন ডেস্ক
একনেকে অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১১ প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ প্রকল্পগুলো অনুমোদন দিতে পারেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে দেশের ৬৪টি জেলায় ১ হাজার ভূমি অফিস নির্মাণ প্রকল্প। এ প্রকল্প টিতে ব্যয় হবে ৭৩১ কোটি ৮৬ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভূমি সংক্রান্ত বিষয়ে জনসেবার মানউন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রথম প্রস্তাবনায় ২ হাজার ১৮৫ কোটি ৪৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যায়ে ৩ হাজার ১০০টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল। 

২০১৬ সালের ৯ মার্চ এ প্রকল্পটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৩ হাজার ১০০টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ না করে পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এখন ১ হাজার ভূমি অফিস নির্মাণ করার জন্য প্রকল্পটি পুনর্গঠন হয়েছে।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম গুলো হচ্ছে, ১০ একর জমি অধিগ্রহণ, ৯০০টি দুইতলার ফাউন্ডেশনসহ একতলা শহর ও ইউনিয়ন ভূমি অফিস তৈরি, উপকূল ও হাওর এলাকায় তিনতলা ফাউন্ডেশনসহ দুইতলা ১০০টি ভূমি অফিস নির্মাণ, ১ হাজারটি ভূমি অফিসে ভূমি উন্নয়নসহ, প্রবেশদ্বার, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ ও সীমানা প্রাচীর নির্মাণ, ৩২টি যানবাহন ক্রয় এবং এয়ারকুলার, ফটোকপিয়ার, কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য অফিস সরঞ্জামাদি কেনাকাটাসহ আনুষাঙ্গিক কার্যক্রম করা হবে।