English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৬ ১১:৩৬

ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা আসছেন আজ

অনলাইন ডেস্ক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা আসছেন আজ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দু’দিনের সফরে ঢাকা আসছেন আজ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এটাই ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম ঢাকা সফর। তিনি ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর উপ-প্রধানেরা রয়েছেন।

আজ সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে দ্বিপীয় বিষয়ে আলোচনা করবেন। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি পরিদর্শন করবে প্রতিনিধিদল।