English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৬ ১৩:০৭

আগামী ৩০ অক্টোবর থেকে সিএনজি স্টেশন মালিক সমিতির ধর্মঘট

অনলাইন ডেস্ক
আগামী ৩০ অক্টোবর থেকে সিএনজি স্টেশন মালিক সমিতির ধর্মঘট

আগামী ৩০ অক্টোবর রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি।

সিএনজি স্টেশন মালিক সমিতির সভাপতি মাসুদ খান গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই খাত টিকিয়ে রাখার জন্য আমরা গত কয়েক বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি; কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আগামী ৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে।

মাসুদ খান জানান, এর আগে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটের পর কয়েকদফা বৈঠক শেষে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের গঠিত কমিটি একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের দাবি বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ করা হয়।