English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৬ ১৪:২৭

তাজিয়া মিছিল শুরু, পূর্বঘোষিত সময় অনুযায়ী

অনলাইন ডেস্ক
তাজিয়া মিছিল শুরু, পূর্বঘোষিত সময় অনুযায়ী

পুলিশের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান মহরম উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে।

বুধবার (১০ মহরম) বেলা ১০টার সময় রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়।  

মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই হোসাইনী দালান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

জানা গেছে, মিছিলটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দুপুর দেড়টার দিকে শেষ হবে।