English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩০

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

অনলাইন ডেস্ক
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তার (শেখ হাসিনার) দৃঢ়চিত্তের নেতৃত্ব যেকোনো কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে আশার আলোর দেখিয়েছে।’ বাংলাদেশে ভারতের প্রতিনিধির মাধ্যমে পাঠানো ওই শুভেচ্ছাবার্তায় মোদি বলেন, ‘আপনার তত্ত্বাবধানে সাধারণ নাগরিকদের জন্য শান্তি ও উন্নতির পথে উন্নয়ন থেকে নিরাপত্তা সব ক্ষেত্রেই বাংলাদেশে দ্রুত অগ্রগতি ঘটেছে।’   এ সময় তিনি অক্টোবরে ভারতের গোয়ায় দ্বিপাক্ষিক আঞ্চলিক বিষয়ক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদীতীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।