English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৬

১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১০ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ জানান, বুধবার বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি পাহাড়তলী রেলগেট পার হওয়ার পর পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত দেড়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ছাড়া বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান তিনি।