English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৯

'৪৮ ঘণ্টা শুরুর আগেই ৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে'

অনলাইন ডেস্ক
'৪৮ ঘণ্টা শুরুর আগেই ৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আমি শহরটা ঘুরে এসেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। এখনই মেইন শহরে কোনো ময়লা নেই। ৪৮ ঘণ্টা শুরুর আগেই ৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। আজ মঙ্গলবার ঈদের দিন দুপুরে উত্তরা ১৫ নম্বর সেক্টরের কাছে অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বাসিন্দারা খুবই সচেতন, সবাই অনবরত কাজ করছে। প্রত্যেক এলাকার কাউন্সিলররা অনেক বেশি অগ্রসর। তার চেয়ে বড় কথা হলো যারা কোরবানি দিচ্ছেন, তারা অনেক সচেতন। সেকারণেই শহরের ৭০ ভাগ এলাকা পরিষ্কার।  তিনি আরও বলেন, আমরা ৪৮ ঘণ্টার কথা বলেছি। আমার মনে হয় এর অনেক আগেই সব পরিষ্কার হয়ে যাবে। মেয়র জানান, বর্জ‌্য অপসারণের জন‌্য করপোরেশনের পক্ষ থেকে এবার আড়াই লাখ পলি ব্যাগ বিলির পাশাপাশি ৮০ হাজার পলি ব্যাগ বিক্রিও করা হয়েছে।