English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৫

ঢাকায় দুপুরে কমতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক
ঢাকায় দুপুরে কমতে পারে বৃষ্টি

টানা বৃষ্টিতে ঈদের নামাজের পর পশু কোরবানি ও তার ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন রাজধানীর বাসিন্দারা। সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যারা পাড়ায় নিজ বাড়িতে কোরবানি দিচ্ছেন তারা চরম ভোগান্তির শিকার। আবার সিটি করপোরেশনের সব জায়গায়ও বৃষ্টির কারণে কোরবানি দেওয়া যায়নি। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বর্ষায় শিশু-কিশোরদের ঈদও ঘরের চার দেয়ালের মধ্যেই কাটছে। তবে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় দুপুরের পর বৃষ্টি কমে যাবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঈদের দিনের সকালটা শুরু হয় বৃষ্টি দিয়ে। অনেকে নির্ধারিত সময়ে ঈদের জামাতে অংশ নিতে পারেননি। কোরবানির পশু নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছে।

অনেকেই বৃষ্টির মধ্যে জবাই দিয়ে টেনে-হিঁচড়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন কোরবানির পশুটিকে। বৃষ্টির কারণে মৌসুমী কসাইদেরও চলে যাচ্ছে মূল্যবান সময়। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রাত থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এটা সারা দিনই অব্যাহত থাকবে। তবে দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি কমে যাবে।