English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৪

গণভবনে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
গণভবনে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সারিবদ্ধভাবে সমাজের সর্বস্তরের মানুষজন আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।

এসময় প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। আসুন, আমরা সকলে পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ড ও বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’

 

প্রধানমন্ত্রী গতকাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে এ আহবান জানান।