English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০০

আজও সিডিউল বিপর্যয়

অনলাইন ডেস্ক
আজও সিডিউল বিপর্যয়

অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে বেশ কয়েকটি ট্রেন বিকল হয়ে পড়ছে।ফলে সময়মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে পারছে না এগুলো। এজন্য ঢাকা থেকেও নির্ধারিত সময়ে ছেড়ে যেতেও পারছে না। এ পরিস্থিতিতে শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেনগুলো।

ঈদুল আজহার আগের দিন সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে এমন অবস্থা দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনে সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ছাদে ও বগির ভেতরেও গাদাগাদি করে মানুষ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ট্রেন ছাড়তে দেরি করায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে কমলাপুর রেলস্টেশনে ট্রেন পৌঁছানোর ও ছেড়ে যাওয়ার সঠিক সময় জানাতে পারছে না রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ট্রেনগুলো অন্তত এক থেকে চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

এর আগে গতকাল রোববার সকালে ঢাকার তেজগাঁ ও বিমানবন্দর রেলস্টেশনে তিনটি ট্রেন বিকল হয়ে পড়ে। এতে কমলাপুর থেকে দুই ঘণ্টা ধরে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি এবং প্রবেশও করতে পারেনি।