English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৯

ঢাকা এখন ফাঁকা

অনলাইন ডেস্ক
ঢাকা এখন ফাঁকা

পবিত্র ঈদুল আজহা মঙ্গলবার। গত বৃহস্পতিবার থেকে নাড়ির টানে সাধারণ মানুষ গ্রামে ফিরা শুরু করেছেন। এতে করে ঢাকার রূপ বদলে গেছে। ঢাকা এখন অনেকাংশেই ফাঁকা। তবে বাসকাউন্টার-লঞ্চঘাট ও ট্রেনস্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখী মানুষের ভিড়।

ছুটিতে রাজধানী ছেড়েছেন অন্তত কয়েক লাখ ঘরমুখো মানুষ। আর তাতেই ফাঁকা ব্যস্ততম এই নগরী।সোমবার রাজধানীর মীরপুর, ফার্মগেট, বাংলামোটর, মগবাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে রাস্তা ঘাট বেশ ফাঁকা। নেই চিরচেনা যানজট। নেই নগরীর কোলাহল। ব্যস্ততম রাস্তাগুলোতে কমে গেছে গাড়ি চলাচলও।

তবে কিছুটা ভিন্নরূপ চোখে পড়ছে রাজধানীর পশুরহাট সংশ্লিষ্ট এলাকায়। সেখানকার আশেপাশে রাস্তায় গরুর লাইন থাকায় কিছুটা কোলাহল বিরাজ করছে। কিছুটা যানজটও দেখা গেছে।

এদিকে, ফাঁকা হলেও রাজধানীর আশেপাশে বর্হিগমন এলাকায় এখনো ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সায়েদাবাদ, গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চঘাট ও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। রাজধানী থেকে বাইরের দিকে যেসব পরিবহণ যাচ্ছে সেগুলোতেও যাত্রী আছে। চরম দুর্ভোগকে সঙ্গী করেই ঈদ যাত্রা চলছে।