English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৯

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়েছেন গণমাধ্যমে এমন খবর প্রকাশের এক সপ্তাহের মধ্যে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে জিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়, আক্রান্তদের সবার ক্ষেত্রেই রোগের লক্ষণ দেখা গেছে মৃদু‌ মাত্রায়। সেখানে বলা হয়, `আক্রান্তরা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।`

সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে জিকা আক্রান্ত ১০ বাংলাদেশি রয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কর্তৃপক্ষ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আক্রান্ত ব্যক্তিদের কারও নাম-পরিচয় প্রকাশ করেনি।

এ ঘটনার পর এক নির্দেশনায় জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাসে ‘যথাযথ সতর্কমূলক’ পদক্ষেপ নিয়ে চলাচল করতে সব বাংলাদেশির প্রতি আহ্বান জানায় বাংলাদেশ হাই কমিশন।

মশাবাহিত রোগ জিকার সঙ্গে সম্পর্ক রয়েছে মাইক্রোসেফালির, যাতে গর্ভবতী নারীরা আক্রান্ত হলে তাদের গর্ভজাত সন্তান ছোট ও অপরিণত মাথা নিয়ে জন্ম নেয়।