English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৩

দুই মন্ত্রীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক
দুই মন্ত্রীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

শপথ ভঙ্গের পরও কোন কর্তৃত্ববলে তারা মন্ত্রী পদে রয়েছেন তা জানতে চাওয়া হয়েছে রিটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুই মন্ত্রীকে এ বিষয়ে লিগ্যাল নোটিস দিয়েছিলেন ওই আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পাওয়ায় এ রিটটি দায়ের করেন তিনি।