English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

অনলাইন ডেস্ক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ১জন জামায়াত কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াত কর্মী হলেন, জেলার বাঘা উপজেলার জোতনশী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে আলী আশরাফ (৬৪)। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতাদের বিষয়টি নিশ্চত করেন।

নগরীর চারটি থানা পুলিশের অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ২৮ জন, শাহমখদুম থানা ৬ জনকে গ্রেফতার করা হয়। অাটককেৃতদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টের আসামি, ১ জন জামায়াত, ৩ জন মাদক ব্যবসায়ী ও ৩৮ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।