English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৬:১২

নিখোঁজ ৪০ জনের নতুন তালিকা করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
নিখোঁজ ৪০ জনের নতুন তালিকা করেছে পুলিশ

যাচাই-বাচাই করে নিখোঁজ হওয়া ৪০ জনের একটি নতুন তালিকা করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ তথ্য জানান।

রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স মিলোনায়তনে বুধবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, প্রথমে র‌্যাব একটি বড় তালিকা করেছিল। তারা প্রথমকে অতটা যাচাই-বাছাই করতে পারেনি। পরে স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সহায়তায় নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৪০ জনের নতুন একটি তালিকা করেছে।

তিনি বলেন, এদেরকে খুঁজে বের করাই আমাদের কাজ। বিপদগ্রস্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাকে সব ধরনের আইনী সহযোগিতা করা হবে।

ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন আত্মসমর্পন করে স্বাভাবিক জীবন ফিরে পেতে চেষ্টা করছে বলে জানান তিনি।