English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৫:০০

শফিক রেহমানকে জামিন দেন আদালত

অনলাইন ডেস্ক
শফিক রেহমানকে জামিন দেন আদালত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার (৩১ আগস্ট) তার এ জামিন মঞ্জুর করে। রেহমানকে গত ১৬ এপ্রিল তার ইস্কাটনের বাসা থেকে আটক করা হয়েছিলো।

তাঁর আইনজীবীদের একজন এডভোকেট আসাদুজ্জামান বলেন, শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছে আদালত।

তিনি বলেন, “শফিক রেহমান তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত জামিনে থাকতে পারবেন”। এছাড়া আদালত পাসপোর্ট জমা দেয়ার কথা বলেছে তবে ইতোমধ্যেই সেটি আইন শৃঙ্খলা বাহিনী সেটি জব্দ করেছে বলে জানান আসাদুজ্জামান।