English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১১:৪০

বীর মুক্তিযোদ্ধা ইউনুসের সন্ধানে মানববন্ধন

অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা ইউনুসের সন্ধানে মানববন্ধন

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অ্যাডভোকেট সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন বলেন, ইউনুস আলী কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

২৪ আগস্ট রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে ইউনুস আলীকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ইউনুস আলীকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-স্থানীয় মুক্তিযোদ্ধা ফজলে এলাহী মিয়া, লিয়াকত আলী, আমির কাজী, রোজদার আলী, আলাউদ্দিন মিয়া, আবু বক্কর, নিখোঁজ ইউনুস আলীর ভাই আলতাফ হোসেন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।