English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১৪:৫৩

বাবর হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
বাবর হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের দিঘুলী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বাবর হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট)  জেলার অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

রায়ে আলম, মিরাজ, মঞ্জু, মঈনউদ্দিন, মাসুদ, কালা মুন্সি, মামুন ওরফে সাঈদুল, আব্দুস শহীদ, আবুল বাশার ও মহিউদ্দিনসহ ১১ জন এজাহারভুক্ত আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত চারজন জেলহাজতে এবং বাকিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ২০০৩ সালের ৯ মার্চ রাতে দিঘুলী ইউনিয়ন বিএনপির নেতা মাওলানা বাবর বাজার থেকে বাড়ি ফেরার পথে তিতারকান্দি গ্রামের ফাজিল মাদ্রাসার কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন ১০ মার্চ নিহতের ভাই নুরুল আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজান মিয়া একই বছরের ১৯ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ ও যাচাই বাচাই করে ১৫ জনের বিচার কাজ সম্পন্ন করেন।