English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ০৯:৫৭

কাসেমের রিভিউ খালিজ, ফাঁসি বহাল

অনলাইন ডেস্ক
কাসেমের রিভিউ খালিজ, ফাঁসি বহাল

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) রায় ঘোষণার নির্ধারিত দিনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করেন। এতে তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকলো।

রিভিউ রায়ের মধ্য দিয়েই শেষ হলো মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের রাজাকার কমান্ডার যুদ্ধাপরাধী ৬৩ বছর বয়সী মীর কাসেম আলীর মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া। মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ হওয়ায় বাকি থাকলো শুধু প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি। সেটিও নাকচ হলে সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশের পর তা রিভিউ চেয়ে ১৯ জুন আবেদন করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম। মোট ৮৬ পৃষ্ঠার ওই আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর একাত্তরের বদর নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত। পরে গত ৭ জুন তাকে কারাগারে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।