English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১১:০০

আজ ৩টা পর্যন্ত পেট্রলপাম্প ও ট্যাংক-লরি ধর্মঘট

অনলাইন ডেস্ক
আজ ৩টা পর্যন্ত পেট্রলপাম্প ও ট্যাংক-লরি ধর্মঘট

আজ সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সারা দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংক-লরি বন্ধ থাকবে। ১২ দফা দাবিতে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় গতকাল শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, সড়ক ও জনপথের ইজারা মাশুল অস্বাভাবিক বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা, তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বাড়ানো, ট্যাংক-লরি শ্রমিকদের জন্য দুর্ঘটনা বিমা চালু এবং তা পাঁচ লাখ টাকা করা, ফেরিঘাটে ট্যাংক-লরিকে অগ্রাধিকার দেওয়া, ট্যাংক-লরি টার্মিনাল সংস্কার করা, ট্যাংক-লরি চলাকালে পুলিশের হয়রানি বন্ধ করা, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করা ইত্যাদি।

যৌথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নাজমুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব মিজানুর রহমান, ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাজাহান ও সদস্যসচিব আখতার হোসেন।