English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ০১:৪৩

বাগমারায় জঙ্গি বিরোধী সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
বাগমারায় জঙ্গি বিরোধী সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মুলে শুরু আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভার সভাপতিত্ব করছেন সংসদ সদস্য এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত মহিলা আসনের সংসদ আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ আওয়ামী লীগের নেতবৃন্দ। পাশাপাশি পুলিশের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

আলোচনা সভার পাশাপাশি ফায়ার সার্ভিস ও দু’টি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।