English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১৬:৪৩

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবেনা’

অনলাইন ডেস্ক
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবেনা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। আন্দোলনের খুটির জোর এতোদিন পাওয়া যায়নি। এবার আন্দোলনের খুটির জোর পাওয়া গেছে।

বিএনপি নেত্রী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছেন। আমার মনে হয় এটার মধ্যে ষড়যন্ত্র আছে। তাহলে এতোদিন বিএনপি নেত্রী বিরোধীতা করেননি কেন।

বিরোধীতাকারীরা বলছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে নাকি সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।