English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১৬:২৮

‘নুরুদ্দিনের বাড়িটি ভাড়া নিয়েছিল ওষুধ ব্যবসার কথা বলে‘

অনলাইন ডেস্ক
‘নুরুদ্দিনের বাড়িটি ভাড়া নিয়েছিল ওষুধ ব্যবসার কথা বলে‘

নুরুদ্দিন মিয়ার বাড়িটিতে এক মাস ধরে অবস্থান করছিল পুলিশের অভিযানে তামিম চৌধুরীসহ নিহত ৩ ‘জঙ্গি’। তারা বাড়িটি ভাড়া নিয়েছিল ওষুধ ব্যবসার কথা বলে।

নারায়নগঞ্জ পাইকপাড়ায় শনিবার (২৭ আগস্ট) সকালে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ এ গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই পুলিশ তামিম চৌধুরীকে খুঁজছিল। পুলিশের কাছে তথ্য ছিল তামিম নারায়ণগঞ্জে আছেন। ঈদের (ঈদুল ফিতর) পর প্রায় এক মাস ধরেই সম্ভবত তারা নারায়ণগঞ্জে ছিলেন। ওষুধ ব্যবসার কথা বলে তারা সেখানে ছিলেন।’

আইজিপি বলেন, ‘অভিযানের পর ভেতরে ঢুকে দেখা গেল সেখানে ৩ জঙ্গি নিহত হয়েছেন। নিহত জঙ্গিদের একজনের সঙ্গে রাইফেল ও একজনের সঙ্গে পিস্তল ছিল। তারা লাইফ জ্যাকেট পরেছিলেন।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

তিনি বলেন, ‘সবকিছু পরিষ্কার হলে প্রত্যেক নিহত জঙ্গির ছবি পাওয়া যাবে।’ ওই বাড়ির ভেতরে জঙ্গি ছাড়া আর কেউ আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।