দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে হামলা, ২ সাংবাদিক আহত

ময়মনসিংহে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় অফিসে অবস্থানরত দৈনিক ব্রক্ষপুত্র এক্সপ্রেসের সম্পাদক আবু সালেহ মো. মূসা এবং দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ সন্ত্রাসী হামলায় আহত হয়। এসময় অন্যান্য সাংবাদিকরাও আতংকিত হয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামবাবু রোড এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের পাশে স্থানীয় শহীদুল্লাহ সাঙ্গপাঙ্গ নিয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ার আব্দুর রহিমকে বেদড়ক পিটায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আব্দুর রহিমের ভবনে প্রবেশ করে নিচতলায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস অফিসে হামলা চালায়।
এসময় খবর পেয়ে পাশেই অবস্থিত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাংবাদিকরা এগিয়ে আসে। সাংবাদিকরা পরিস্থিতি দেখে পুলিশকে অবগত করলে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এবং সন্ত্রাসীরা পত্রিকা অফিসে ঢুকে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে। এসময়ে পত্রিকা অফিসের কম্পিউটার, ক্যামেরা ও আসবাবপত্র ভাংচুর করে।
পরে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনার পরই ময়মনসিংহে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ব্রহ্মপুত্র পত্রিকা অফিস পরিদর্শন করেন।
এ বিষয়ে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সম্পাদক আবু সালেহ মো. মূসা জানান, এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পত্রিকা অফিসে হামলাকারী অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আতাউল করিম খোকন সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা এই সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। তারা এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসী শহীদুল্লাহ সহ সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।
ময়মনসিংহ প্রেসকাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ময়মনসিংহ টিভি জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে পত্রিকা অফিসে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ময়মনসিংহ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আফছর উদ্দিন এবং সাধারন সম্পাদক মোশাররফ হোসেন এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা।
ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন ও সাধারন সম্পাদক আনম ফারুক এক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলাকে ময়মনসিংহের সকল সংবাদপত্রে উপর আঘাত বলে দাবি করে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান, অন্যথায় ময়মনসিংহের স্থানীয় সংবাদপত্রের মালিক ও সাংবাদিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক পরিষদের সভাপতি প্রদীপ ভৌমিক ও সাধারন সম্পাদক আজগর হোসেন রবিণ এক যুক্ত বিবৃতিতে ব্রহ্মপুত্র পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় তব্রি নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ময়মনসিংহ সিটি প্রেসকাবের সভাপতি আইয়ুব আলী সাধারন সম্পাদক মতিউল আলম এক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।