English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০৩:১২

‘পুকুর ডোবা ভরাট না করে মাছ চাষ করুন’

অনলাইন ডেস্ক
‘পুকুর ডোবা ভরাট না করে মাছ চাষ করুন’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  বলেন, পুকুর ডোবা খাল বিল  ভরাট না করে মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে।

শুক্রবার (২৬ আগস্ট) নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন ।

শিল্পমন্ত্রী বলেন, অনেক জায়গায় ভরাট করে বাড়ি  নির্মান করায়  মৎস্য চাষের ক্ষতি হচ্ছে । বাড়ি তৈরি করে  তা ভাড়া দিয়ে যে টাকা আয় হয়, তারচে মাছ চাষে বেশি লাভ হয় মন্তব্য করে মাছ চাষে এগিয়ে আসতে সবাইকে আহ্ববান জানান মন্ত্রী।

এসময়ে শিল্পমন্ত্রী উপজেলার পুকুরে মাছের  পোনা অবমুক্ত করেন।  এবং সফল মৎস্য চাষিদের ক্রেস্ট ও সনদ  প্রদান করেন । 

পরে একই স্থানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আরেকটি অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পীকার  বিতরণ করেন মন্ত্রী ।