English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ২১:৪১

বৈঠক ব্যর্থ নৌধর্মঘট অব্যাহত

অনলাইন ডেস্ক
বৈঠক ব্যর্থ নৌধর্মঘট অব্যাহত

দাবি আদায় নিয়ে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে সরকার পক্ষের বৈঠক সিদ্ধান্তহীনতায় শেষ হয়েছে। এতে করে দেশজুড়ে অনির্দিষ্টকালের নৌধর্মঘট অব্যাহতই থাকলো।

গত ২২ আগস্ট রাত থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে পণ্যবাহী নৌযান বেকায়দায় পড়লেও দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে কিছু কিছু যাত্রীবাহী নৌযান ছেড়ে যেতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) শ্রম পরিদফতরে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টাব্যাপী দু’পক্ষের মধ্যে এ বৈঠক চলে।

বৈঠক শেষে শ্রম পরিদফতরের যুগ্ম পরিচালক (ঢাকা বিভাগ) এসএম এনামুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এ জন্য আরও আলোচনা প্রয়োজন।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মালিক ও শ্রমিকদের নিয়ে ফের আলোচনায় বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এনামুল হক। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান শ্রম পরিদফতরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান।

ন্যূনতম মাসিক বেতন ১০ হাজার টাকাসহ চার দফা দাবিতে এ নৌধর্মঘট পালন করছে নৌশ্রমিকরা।

বৈঠকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ আভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) অ্যাসোসিয়েশন ফর ল’ রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপথের অচলাবস্থা নিরসনে শ্রমিকদের সঙ্গে মালিকদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, নৌযান শ্রমিকরা গত ২২ আগস্ট মধ্যরাত থেকে এই ধর্মঘট পালন করছে। ধর্মঘটের প্রভাবে নৌপথে পণ্য পরিবহন হুমকির মুখে পড়লেও কিছু কিছু যাত্রীবাহী লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে দেখা যাচ্ছে।