English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৬:৩১

‘ঘরে বসেই পাচ্ছে সমবায় সেবা’

অনলাইন ডেস্ক
‘ঘরে বসেই পাচ্ছে সমবায় সেবা’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন,“সমবায় আজ বদলাচ্ছে, সমবায়ীরা তাদের সেবা ঘরে বসেই পাচ্ছে।”

বুধবার (২৪ আগস্ট) দুপুর ৩ টায় সমবায় অধিদপ্তর তিতাস হলে ‘পাইলটিং এবং রেপ্লিকেশন কার্যক্রম সম্পর্কিত পর্যালোচনা কর্মশালয় -২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া তখনই সম্ভব হবে, যখন সমবায়ীরা তাদের নিজস্ব পন্য বাজারজাত করে স্বাবলম্বী হবে।

তিনি আরো বলেন, “সমবায়ে গড়ব দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ।”

এসময়ে পঞ্চগড় জেলার সমবায় অফিসার জনাব মামুন কবির সকল সমবায় অফিসারদের সমস্যা কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সচিব, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ ডঃ প্রশান্ত কুমার রায়।  আর বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ( সমন্বয় ও সংস্করন) এন এম জিয়াউর আলাম. মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক এ টু আই প্রোগ্রাম কবির বিন আনোয়ার, পলিসি অ্যাডভাইজার এটুআই প্রোগ্রাম  আনির চৌধুরী।

এরপর গিক্সএনটেকনোলজি লিমিটেডের নবনির্মিত  সমবায় অধিদপ্তর  অনলাইন রেজিস্ট্রেশন ওয়েব সাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন অফিস ব্যাবস্থাপনা এবং ই- কমার্স সাইট উদ্বোধন করা হয়। পরে ইনোভেশনে গুরুত্ব পূর্ণ অবদান রাখায় সমবায়ী অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তারা।

এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানির পক্ষ থেকে কো-ফাউন্ডার মো. তরিকুল ইসলাম (সিইও) ও কো-ফাউন্ডার মো. আনোয়ারুল কাবির ( সিওও )। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর মো. মফিজুল ইসলাম, মানিক মাহমুদ প্রমুখ।

মোবাইল অ্যাপলিকেশনটি ডাউনলোড করতে ক্লিক করুণ