English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৬:৫২

সারাদেশে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
সারাদেশে ভূমিকম্প অনুভূত

আজ বুধবার রাজধানীসহ সারাদেশে বিকেল সাড়ে চারটার কিছু পরে ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, বিকেল চারটা ৩৮ মিনিটে রাজধানীর বিভিন্নস্থানে ভু-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ .৮।  

একই সাথে সারাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের উৎস্পত্তিস্থল ছিল মিয়ানমারের চক এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে মাটির ৮৪.১ কিলোমিটার গভীরে।   এদিকে ভারতের গুয়াহাটি, পাটনাসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। বাংলাদেশের চট্টগ্রামে ও পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের চক এলাকার নিকটবর্তী ওই সব অঞ্চলে ভূ কম্পন অনুভূতি বেশি হয়েছে বলে জানা গেছে।